হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দুটি বেকারী ও ৩টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজনে কম ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নবীগঞ্জ শহরের রিয়াদ ফুডসে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ খাবার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা ও একই অভিযোগে অনিক বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের রহমান ফিলিং স্টেশন, রশিদ ফিলিং স্টেশন ও হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বিএসটিাআই কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।

(পিডিএস/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)