মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জাগ্রত বিবেক, দূর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই শ্লোগানকে সামনে রেখে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর শাখার উদ্যোগে র‌্যালি ও দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি এম.এম.হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উপর ধারণা পত্র বিলি করা হয়। র‌্যালি শেষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার দাস, শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রমুখ।


(এসিএ/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)