স্পোর্টস ডেস্ক, ঢাকা : আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সালোনাকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ে। ইতিমধ্যেই টানা আঠার জয়ে বার্সার রেকর্ডে ভাগ বসিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে লুদোগোরেৎসের বিপক্ষে জিততে পারলেই নতুন জয়ের রেকর্ড গড়বে রিয়াল। রাত পৌনে ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে বুলগেরিয়ান ক্লাবটির মুখোমুখি হবে রোনালদোরা। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লীগের সবগুলো ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে রিয়াল। ৫ ম্যাচে তাদের অর্জন ১৫ পয়েন্ট। অপরদিকে লুদোগোরেৎসের অর্জন হচ্ছে ৫ ম্যাচে ৪ পয়েন্ট।

উল্লেখ্য, ২০০৫-০৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৮ ম্যাচে জয় পেয়েছিল বার্সেলোনা। আগের ম্যাচে সেল্টা ভিগোকে রোনালদোর হ্যাটট্রিকে হারানোর পর বার্সার সে রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদও। আজ নিজেদের মাঠে লুদোগোরেৎসেকে হারাতে পারলেই সৃষ্টি হবে নতুন রেকর্ড।

(ওএস/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)