বগুড়া প্রতিনিধি : বেগম রোকেয়া দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। মঙ্গলবার সকালে লাল পতাকা হাতে নারী মুক্তি কেন্দ্রের সদস্যরা র‌্যালী বের করে শহর প্রদক্ষিণ করে। গতকাল বেলা ১১টায় শহরের প্রজাবাহিনী প্রেস লেনে সংগঠনের কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী মুক্তি কেন্দ্র জেলা সংগঠক নূরজাহান রেখার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা সামসুল আলম দুলু, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, জেলা কমিটির নেতা বনানী রায় ববি, নওশীন মোস্তারী সাথী প্রমুখ।বক্তারা বলেন, নানা প্রচারমাধ্যমে যেভাবে নারীদের উপস্থাপন করা হচ্ছে তাতে দেশের সাংস্কৃতিক অবক্ষয় চরম মাত্রায় পৌঁছেছে। নানাভাবে আজ নারীরা নির্যাতিত ও নিগৃহিত হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পেতে বেগম রোকেয়ার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

(এএসবি/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)