স্টাফ রিপোর্টার, ঢাকা : বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসরাম নাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, এবার সারা দেশে মোট ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। তিনি বলেন, ৩ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ১৫ মের মধ্যে শেষ করতে হবে।

এবার ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮টি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক ৩ লাখ ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। সবচেয়ে কম সংখ্যক ৫৫ হাজার শিক্ষার্থী বরিশাল বোর্ড থেকে ‍পরীক্ষায় ‍অংশ নেবে।

(ওএস/অ/এপ্রিল ০২, ২০১৪)