স্টাফ রিপোর্টার : তুহিন মালিকের বিরুদ্ধে আরও একটি মানহানি মামলা করেছে ছাত্রলীগ। মামলাটি আমলে নিয়ে তুহিন মালিককে আগামী ১৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক বুধবার এ নির্দেশ দেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এদিন সকালে হাসিবুল হকের আদালতে তুহিন মালিকের বিরুদ্ধে মানহানি মামলাটি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক গোলাম রাব্বানী।

বাদী পক্ষকে আইনি সহায়তা দেন ব্যারিস্টার নাজমুল হাসান।

এর আগে মঙ্গলবার বাদী গোলাম রাব্বানী একই আদালতে তুহিন মালিকের বিরুদ্ধে আরও দু’টি মানহানি মামলা করেন।

মামলার বিবরণীতে বলা হয়, গত ৩০ নভেম্বর লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন অডিটরিয়ামে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ড. তুহিন মালিক বলেন, ‘সংবিধানে সব মুজিবের কাহিনী ও এতে তার পরিবারের গান-বাজনা জুড়ে দেওয়া হয়েছে। এগুলো যে বাতিল করতে চেষ্টা করবে তার ফাঁসি হয়ে যাবে।’

তুহিন মালিক আরও বলেন, ‘সংবিধানে নাস্তিক্যবাদিতা ও ধর্মহীনতা বিষয় জুড়ে দেওয়া হয়েছে। সংবিধানে যা জুড়ে দেওয়া হয়েছে তা কেয়ামত পর্যন্ত কেউ সংশোধন করতে পারবে না।’

ড. তুহিন মালিক আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান, মানুষ সেটা হয়ত বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা কিচ্ছুই থাকবে না, ইনশাআল্লাহ!’

(ওএস/এইচআর/ডিসেম্বর ১০, ২০১৪)