টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে গ্রেফতার না করার ব্যাপারে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে সাংসদ রানাকে গ্রেফতারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচজনের বেঞ্চ এ আদেশ দেন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন,অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ সাংসদ রানাসহ চারজনকে গ্রেফতার বা হয়রানি না করতে আদেশ দেন।

অন্যরা হলেন, সাংসদ রানার দুই ভাই- টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুর রহমান খান খোকন, টাঙ্গাইল ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও টাঙ্গাইল জেলা যুবলীগের সদস্য সানাওয়ার হোসেন।

প্রসঙ্গত, টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানাকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হতে পারে, সংবাদ মাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশের পর এমপি রানা রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রানাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১০, ২০১৪)