গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র অধ্যাপক এম এ মান্নান ও পাঁচ কাউন্সিলরসহ ৩৫ জেলা বিএনপি নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার বেলা এগারটায় আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন চান আসামীরা। শুনানী শেষে গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলার তদন্তকারী কর্মকর্তার চার্জশিট দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। 

গত ৯ নভেম্বর গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা দেয় এবং গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরদিন মেয়র অধ্যাপক এম এ মান্নান, ৫ ওয়ার্ড কাউন্সিলরসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০/৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ। ১৩ নভেম্বর আসামীরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন লাভ করেন। উচ্চ আদালতের নির্দেশনা বুধবার তারা গাজীপুর আদালতে হাজির হয়ে জামিন চান।

(এসএএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৪)