বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট কারাগারে আটক ১৩১ জন ভারতীয় বন্দিদের মাঝে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা কারগার অভ্যান্তরে বাগেরহাটের জেলা প্রশাসক মু:শুকুর আলী বন্দিদের হাতে এই উপকরণ তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন, বাগেরহাট রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, জেলা কারগারের জেলার বদরুদ্দোজা চৌধুরী, নির্বাহী সদস্য আহাদ উদ্দিন হায়দার, মাহমুদ হাসান, ইউনিট অফিসার মেহেদী হাসান, যুবপ্রধান আল আমিন সরদার প্রমুখ।

বিতরণ উপকরণের মধ্যে রয়েছে জ্যাকেট, চাদর, শার্ট, গামছা, সাবান, জুতা, ব্রাস, পেষ্টসহ ১০ টি উপকরণ। বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৩০জন জেলে ও একজন পাসপোর্ট-ভিসা ছাড়া এদেশে আসার অপরাধে আটক হয়ে কারাগারে আসে।

বাগেরহাট কারাগারের জেলার বদরুদ্দোজা চৌধুরী জনান, এসব ভারতীয় নাগরিক ৯ বারে আটক হয়ে বাগেরহাট কারাগারে এসেছে। বাগেরহাট কারাগারে আটক ১৩১জন ভারতীয় বন্দির মধ্যে প্রথম আসে এক জন। সে পাসপোর্ট-ভিসা ছাড়া এদেশে আসার অপরাধে বাগেরহাট মডেল থানা পুলিশের হাতে আটক হয়ে এবছরের ১৬ অক্টোবর কারাগারে আসে। এরপর বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে নৌবাহিনীর বিএনএস মংলা নৌঘাটির সদস্যদের হাতে ৮ দফায় ১০টি ট্রলারসহ আটক ১৩০জন ভারতীয় জেলে।

এ বছরের ১৭ অক্টোবর প্রথম দফায় আটক হয়ে বাগেরহাট কারাগারে ১৪জন ভারতীয় জেলে। এরপর ২০ অক্টোবর ১৪জন, ২২ অক্টোবর ১৪জন, ২৪ অক্টোবর ১৩জন, ২৮ অক্টোবর ৯জন, ১ নভেম্বর ২৮জন, ১৯ নভেম্বর ১২জন ও ২৩ নভেম্বর ২৬জন ভারতীয় জেলে আটক হয়ে বাগেরহাট কারাগারে আসে। আটক এসব জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগোনা জেলায়।

(একে/এএস/ডিসেম্বর ১০, ২০১৪)