সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় নারী শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপি জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মশিউর রহমান।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, এম এম আবুল কালাম, জহুরুল ইসলাম বাবু, মিনহাজ উদ্দিন সরদার, লুৎফুল হাবিব রুবেল, মইনুল হক চুনু, ইউসিসিএ চেয়ারম্যান আফছারুজ্জামান প্রমুখ।

কর্মশালায় বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে এসে মেয়ে শিশুদের লেখাপড়ার প্রতি গুরুত্ব দিতে আহবান জানান বক্তারা।

(এমএমআর/এটিআর/ডিসেম্বর ১০, ২০১৪)