নাটোর প্রতিনিধি : নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের চেইনম্যান (পিয়ন) আব্দুস সালাম কালুকে ১৮০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে  শহরের উত্তর বড়গাছা এলাকার তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাটোর জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের উত্তর বড়গাছা এলাকার মৃত বারেক আলীর ছেলে জেলা প্রশাসকের কার্যালয়ের (ভূমি হুকুম দখল) চেইনম্যান (পিয়ন) আব্দুস সালাম কালুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার ঘর থেকে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। স্থানীয়রা জানায়, আটক সালাম দির্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। ডিসি অফিসের কর্মচারী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস করতো না।

নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম খান জানান, আব্দুস সালামের বিরুদ্ধে ১৯১০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৩ ধারামতে নাটোর থানায় মামলা করা হয়েছে।

(এমআর/এএস/ডিসেম্বর ১০, ২০১৪)