বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ী ফেরার পথে নেতাকর্মীদের বহনকারি ৫টি বাস ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গাবতলী পৌর এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল থেকে বাসগুলো ভাংচুরের ঘটনা ঘটে। এসময় মিছিলে ধাওয়া করে পুলিশ বিএনপি কর্মী মামুন, যুবদল কর্মী নাদিম এবং আল আমিনসহ পাঁচজনকে আটক করেছে।

পুলিশ জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ার গাবতলী উপজেলা পৌর এলাকায় মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এসময় বগুড়া শহর থেকে আওয়ামী লীগের সম্মেলন শেষে বাস যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারিয়াকান্দি উপজেলায় যাচ্ছিল। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন জানান, জেলা সম্মেলন থেকে ফেরার পথে গাবতলীতে আওয়ামীলীগের গাড়ীবহরে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এসময় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

এদের মধ্যে গুরুত্বর আহত রাঙ্গা, বকুল, মিজান ও শামীমকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বহন করা বাসগুলো মিছিলের সামনে পড়ে যায়। এসময় ওই মিছিল থেকে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বাসগুলো ভাংচুর করে।

গাবতলী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক পাঁচ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

(এএসবি/অ/ডিসেম্বর ১০, ২০১৪)