গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাষ্টার উড়াল সেতু এলাকায় তেলবাহী ট্রাক চাপায় আল ইসলাম (৩০) নামে ইউনিলিভারের এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত আল-ইসলামের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানার বাড়িখালি গ্রামের মন্নু মুন্সীর ছেলে বলে জানা গেছে। 

এসময় সালাম (৩৮), কামাল (৩৯), ফুল মিয়া (৩০) ও আলমগীর (২৮) নামে আরও চার পথচারি আহত হয়েছে। আহতদের মধ্যে ফুল মিয়া ও আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার ঘাতক ট্রাক ও চালক সিরাজ কে আটক করা হয়েছে। এব্যাপারে টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১ টার দিকে টঙ্গী-কালিগঞ্জ সড়কের টঙ্গী গামী যমুনা তেল কোম্পানীর একটি ট্রাক শহীদ আহসান উল্লাহ মাষ্টার উড়াল সেতু পার হওয়ার সময় উল্টো দিকে ঢুকে পড়ে। এসময় ইউনিলিভারের ভ্যান চালক আল ইসলাম ট্রাকে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়।

(এসএএস/অ/ডিসেম্বর ১০, ২০১৪)