মেহেরপুর প্রতিনিধি : ০৬ ডিসেম্বর দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১ম পাতায় "অস্ত্র চোরাকারবারী সংখ্যা ৪০৪"  শিরোনামে প্রকাশিত সংবাদে মেহেরপুর জেলা যুবলীগের কোষাধাক্ষ মাহাফুজুর রহমান রিটনের নাম আসায় তার প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শহরের হোটেল বাজারে অবস্থিত রিপন টাওয়ারের ৬ষ্ঠ তলায় তার নিজস্ব কার্যালয় চত্বরে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে যুবলীগ নেতা মাহাফুজুর রহমান রিটন।

এ সময় মাহাফুজুর রহমান রিটন তার লিখিত বক্তব্যে বলেন, সে সরকার দলীয় রাজনৈতিক দলের কর্মী এবং এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী। তার অতিরিক্ত জনপ্রিয়তা ,সততা ও রাজনৈতিক প্রসারতা সহ্য করতে না পেরে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশে সহযোগীতা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন এবং তার নাম প্রত্যাহার সহ সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যাক্তিদের খুঁজে তাদের আইনের আওতায় আনা হোক।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সহসভাপতি মাহবুব হাসান ডালিম। সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

(ইএম/এটিআর/ডিসেম্বর ১০, ২০১৪)