বগুড়া প্রতিনিধি:বগুড়া শহরের সূত্রাপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে রুকু চৌধুরী (১৮) নামের এক যুবক নিহত ও এক পথচারি আহত হয়েছে। এঘটনায় স্থানীয় এলাকাবাসী গ্যাস সিলিন্ডারের মালিক আব্দুস সালামকে মারপিট করেছে।

আহত অজ্ঞাতনামা রিক্সা চালক ও সালামকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, বগুড়া শহরের সুত্রাপুরে সড়কের পাশে গ্যাস সিলিন্ডার রেখে দীর্ঘদিন ধরে বেলুন ফুলিয়ে ব্যবসা করে আসছিল আব্দুস সালাম। বৃহস্পতিবার সকাল ১০টায় সেখানে রাখা তিনটি গ্যাস সিলিন্ডারের মধ্যে একটি বিকট শব্দে বিষ্ফোরণ হয়। এসময় ওই রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় বগুড়া শহরের সূত্রাপুর গোহাইল রোড এলাকার মাকছুদ চৌধুরীর পুত্র রুকুর বুকে আঘাত পেয়ে ঘটনা স্থলেই মারা যায়। আহত হয় অজ্ঞাতনামা পথচারি। বিস্ফোরণের পরপর এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে বেলুন ব্যবসায়ি আব্দুস সালামকে মারপিট করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ ব্যবসায়ি সালাম ও রিক্সা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম সিদ্দিকী জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। দুইজন আহত হয়েছে।


(এএসবি/এসসি/ডিসেম্বর১১,২০১৪)