স্টাফ রিপোর্টার : গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামায়াত নেতা ও শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদসহ ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ আসামির অনুপস্থিতে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি জন্য এ দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি পল্টন এলাকায় জামায়াত নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়। এরই প্রেক্ষিতে পল্টন থানার এসআই সঞ্জয় কুমার বাদী হয়ে ড.শফিকুল ইসলাম মাসুদসহ ৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১১, ২০১৪)