কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া পৌর শহরের নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসা সংলগ্ন শিকদার সড়কের জনসেবা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড’র অফিস থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। এজিএম (নিপর) সুপ্রিয়া সমাদ্দারকে প্রধান করে এ কমিটি গঠিত হয়েছে। পল্লী বিদ্যুতের সার্ভিস তার ব্যবহার করে এ অবৈধ সংযোগ দেয়ায় এলাকাবাসী প্রশ্ন তুলেছেন পল্লী বিদ্যুত কর্মকর্তারাই এ চোরাই লাইন দেয়ার সাথে জড়িত।

গত মঙ্গলবার দুপুরে পল্লী বিদ্যুত কর্মীরা অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়ে কিছু তার উদ্ধার করে নিয়ে যায়। তবে অফিসটি তালাবদ্ধ থাকায় তখন ওই অফিসের ভিতরে কি ছিলো তা জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, ওটা একটা সমবায় সমিতির অফিস। প্রতিদিন ৩/৪ ঘন্টা খোলা থাকে। এক অফিস ষ্টাফ জানান, এই অফিসে সংযোগ নেয়ার জন্য আবেদন করেও তাদের ৩/৪ মাস ধরে ঘুরতে হয়েছে। তাই কয়েকদিন আগে এ সংযোগ নামিয়ে অফিসিয়ালি কাজ করা হতো।

কলাপাড়া আরইবি’র ডিজিএম গবিন্দ চন্দ্র জানান, তারা ঘটনাস্থল থেকে শুধু সার্ভিস তার উদ্ধার করেছেন। তবে অফিস বন্ধ থাকায় ভিতরে কি ছিলো তা জানা যায়নি।

(এমকেআর/ডিসেম্বর ১১, ২০১৪)