আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একই রাতে ১ টি ডাকাতি ও ৪ টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার দুপ্তারা কুমার পাড়ার একটি বাড়ি,  চালাকচর, মনোহরদী , লক্ষ্মিবরদী ও ছনপাড়া এলাকায় রাস্তায় এই ঘটনা গুলো ঘটে। ছিনতাইকারীদের হামলায়  আহত হয়েছে অন্তত ১০জন ।

জানা গেছে , রাত ২টার দিকে কুমিল্লা থেকে ফেরার পথে একটি প্রাইভেটকার আটক করে যাত্রী জাকির, আমজাদসহ ৫/৬ জনের নিকট থেকে ৭টি দামী মোবাইল ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা লুটে নেয়। এসময় ছিনতাইকারীরা তাদের গাড়ীটি ব্যাপক ভাংচুর করে। রাত সাড়ে ১০টার দিকে মনোহরদী এলাকায় রাস্তায় যাত্রী সিরাজ, মামুনসহ ২জনের নিকট থেকে ৬টি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা লুটে নেয়। ছিনতাইকারীরা সিরাজ ও মামুনকে পিটিয়ে আহত করে। রাত ১১টায় গোপালদী পৌরসভার লক্ষ্মিবরদী এলাকায় রাস্তায় ৪/৫ জন পথচারীর সবকিছু নিয়ে যায় ছিনতাইকারীর দল।

রাত ১২টায় ছনপাড়া এলাকায় কামালের গ্যারেছ থেকে ৭/৯ জনের ছিনতাইকারীর দল ২টি সিএনজি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া দিলে ১টি সিএনজি নিয়ে যায় এবং ১টি সিএনজিসহ একজনকে আটক করে জনতা। ধৃত ছিনতাইকারীর নাম বাহাদুর। তার বাড়ি পিরোজপুর জেলায় বলে জানা গেছে। এসময় কামাল ও আরমান আহত হয়।


আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে খবর নেয়া হচ্ছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে।

(আইএ/এএস/ডিসেম্বর ১১, ২০১৪)