বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় নতুন ঘর নির্মাণের জের ধরে প্রতিপক্ষের আক্রমণে একজন নিহত ও  দুইজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে  বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবসী সুত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম শংকরপুর গ্রামে মো. আলাউদ্দিন (৬৫) নিজের সীমনায় নতুন ঘর তৈরি করতে গেলে উত্তরাধিকারী সম্পত্তির দাবী করে পাশের ঘরের আছাদ আলীর পুত্র তিন পুত্র সুলেমান আহমদ(৩৫), কয়েছ আহমদ(৩০) , তাজেল আহমদ (২০) ও জমসেদ আরী (৩৫) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলাউদ্দিন উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় সুলেমানের লোকজন আলাউদ্দিনকে শ্বাসরুদ্ধ করে ঘটনাস্থলে তাকে হত্যা করে। এসময় আলাউদ্দিনের ভাই সফিক উদ্দিন (৬০)ও ভাতিজা আজিম উদ্দিন (২০) এগিয়ে আসলে সুলেমানের লোকজন তাদেরকে আত্রমন করে গুরতর আহত করে ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আছাদ আলীর পুত্র সুলেমান আহমদ ও তাজেল আহমদকে আটক করেছে। গুরুতর আহত অবস্থায় সফিক উদ্দিন ও ভাতিজা আজিম উদ্দিনকে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন দুইজন আটকের সত্যতা স্বীকার করে জানান, নিহত আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(এলএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৪)