ময়মনসিংহ প্রতিনিধি : দীর্ঘ প্রচেষ্টার পর টি. এস.আই. কাদের খান (পি পি এম) জেলা পুলিশ সুপারের নির্দেশে কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরেছা, মুশিদা, তানজিনা আক্তার রোজী ও আবুলদ গ্রেফতার হয়েছে।

এসময় তারা তাদের কাছে রক্ষিত হেরোইনের পুটলা তৈরি করছিল। পুলিশী উপস্থিতি টেরপেয়ে পুটলাটি লেট্রিনে ফেলেদিলেও পুলিশ তাদের কাছে থেকে ৭০গ্রাম হেরোইনের পুটলা উদ্ধার করে। সূত্র জানায় মুর্শিদা ও রোজী এসকল পুটলা পুরুহিত পাড়ায় এসে বিক্রি করত। তবে টি এস আই কদের খান আবারও প্রমাণ করলেন অপরাধী যেখানেই থাকোখ ধরা তাকে পড়তেই হবে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ.টি.এস.আই কাজী আলম, আ:বারীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১১ ডিসেম্বর ভোর ৫টায় আলীয়া মাদ্রাসা রোডে এ দু:সাহসী অভিযান চালায় ।

এসময় পুলিশ উক্ত ৪জনকে গ্রেফতার করে। এ খবর শহরে ছড়িয়ে পড়লে সাংবাদিকরা থানায় ভীড় জমায়। পুলিশ এসময় নুরেছা ও আবুলের ছবি তোলার অনুমতি দিলেও অজ্ঞাত কারণে রোজী ও মুর্শিদা ছবি তোলতে দেয়নি। এ রির্পোট লেখা সময়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

উল্লেখ্য, ময়মনসিংহের পুরুহিত পাড়াসহ শহরের মাদক ব্যবসা নির্মূলের সাংবাদ প্রকাশ হওয়ায় পুলিশ সুপার মঈনুল হকের দৃষ্টিগোচর হয়। শুরু হয় শহরের মাদক ব্যবসা বিরোধী অভিযান। শহরের মাদক ওর্য়াল্ডে ঝাপিয়ে পড়েন পুলিশ। শহরে শীর্ষ ১০ মাদক ব্যবসায়ীসহ অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ী শহর ছেড়ে আত্মগোপনে চলে যায়। তবে পালিয়ে যায়নি পুরুহিত পাড়ার শীর্ষ ১০ এর মাদক সম্রাজ্ঞী নুরেছা মুর্শিদা রোজি ও মাদক সম্রাট আবুল। তারা শুধু বাসা পাল্টিয়ে শহরের আলীয়া মাদ্রাসা রোড বাইলেন ১/২ অবসর প্রাপ্ত দারোগা শাহজাহানের বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা অব্যাহত রাখে।

(বিএ/এএস/ডিসেম্বর ১১, ২০১৪)