স্পোর্টস ডেস্ক, ঢাকা : চেলসি দারুণ সময় পার করছে। চ্যাম্পিয়নস লিগে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। বুধবার রাতে টুর্নামেন্টের ‘জি’ গ্রুপের খেলায় পর্তুগালের ক্লাব স্পোটিং সিপিকে ৩-১ গোলের ব্যবধানে পরাস্ত করেছে হোসে মরিনহোর দল। এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে উঠেছে চেলসি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রার্নাসআপ হয়ে শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছে জার্মান ক্লাব শালকে।

চলতি মৌসুমে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে সব ধরনের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কোনো ম্যাচে হারেনি চেলসি। তাই শালকে বেশ সতর্ক হয়েই মাঠে নামে। কিন্তু তাদের সতর্ক থাকার দৌড়ত্ব ছিল খেলার ৮ মিনিট পর্যন্ত। এ সময়ে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন সেস ফ্যাব্রিগাস। এর ঠিক ৮ মিনিট পর নেমেনজা মেটিসের সহায়তায় গোল করে ব্লুজদের ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বকাপজয়ী জার্মান ফরোয়ার্ড আন্দ্রে শুরলে। বিরতি শেষে ফিরে ৫০ মিনিটের মাথায় স্পোটিংয়ের হয়ে একটি গোল শোধ দেন জনাথন ক্রিস্টিয়ান সিলভা (২-১)। চেলসির পক্ষে শেষ গোলটি এসেছে জন মাইকেল অবির পা থেকে।

(ওএস/পি/ডিসেম্বর ১১, ২০১৪)