স্পোর্টস ডেস্ক, ঢাকা : তারকা ফুটবলার মেসি চলমান চ্যাম্পিয়নস লিগে গোলের ধারায় রয়েছেন। এ লিগে হ্যাট্রিকও রয়েছে তার। ৫ ম্যাচে করেছেন ৮ গোল। তবে চলমান লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার আসনটি দখলে নিতে পারেননি মেসি। চ্যাম্পিয়নস লিগে সবার ওপরে রয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস আদ্রিয়ানো। ব্রাজিলের এ ফুটবলার শাখতার দানেস্কের হয়ে মাত্র ৫ ম্যাচ খেলেই করেছেন ৯ গোল। এর মাধ্যমের সবার মাথার উপরে তিনি। এখানে মেসির অবস্থান দ্বিতীয়। এদিকে, সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ পাঁচেও নেই রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো!

বুধবার রাতে পিএসজির বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন মেসি। এটি চ্যাম্পিয়নস লিগে তার ৭৫ তম গোল। এ ছাড়া নেইমার ও সুয়ারেজের গোলের সুবাদে ৩-১ ব্যবধানে জয় পায় মেসির দল বার্সেলোনা। এই জয়ে ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে নকআউট পর্বের খেলাও নিশ্চিত করেছে তাদের ক্লাব।

(ওএস/পি/ডিসেম্বর ১১, ২০১৪)