বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ঝটিকা অভিযানে ৩শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ট্রাক আটক করা হয়েছে। এসময় ট্রাকের চালক, হেলপার এবং ফেন্সিডিলের মালিক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে । তারা হল ফেন্সিডিল ব্যবসায়ী সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরসাতবাড়ীয়া গ্রামের সুভাসের পুত্র আব্দুল মালেক (৪৫) ট্রাক চালক একই উপজেলার নন্দিগাড়ী গ্রামের গনী সরকারের পুত্র সনি (২৫)এবং ট্রাকের হেলপার শিবপুরের রেলওয়ে ঘুমটি এলাকা বাহের আলী পুত্র তরিকুল ইসলাম(২৮)।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানায়, বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর নির্দেশে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ট্রাকসহ ৩শ বোতল ফেন্সিডিল এবং ৩ জনকে গ্রেফতার করেছে। ডিবি ইন্সপেক্টর আমিরুল ইসলামের নের্তৃত্বে এসআই আরিফ,এএসআই কাইয়ুম ও এসএসআই তফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে টহলকালে হিলি সীমান্ত এলাকা থেকে আগত একটি খালি ট্রাককে থামার জন্য সংকেত দেয়। পুলিশের সংকেত উপেক্ষা করে ট্রাক নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে চালক। পরে ডিবি ধাওয়া দিয়ে শেরপুর উপজেলার শেষ সীমানায় ঘোগা ব্রিজের কাছে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এসময় তল্লাশী চালিয়ে ট্রাকের ক্যাবিনের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা আমদানী নিষিদ্ধ ৩শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ড্রাইভার ও হেলপারের দেওয়া তথ্য অনুযায়ী আটককৃত ফেন্সিডিলের প্রকৃত মালিক মোঃ আঃ মালেক (২৮), পিং মৃত-সোবা,সাং চর সাধবারিয়া, থানা-উল-াপাড়া,জেলা-সিরাজগঞ্জকে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় হতে আটক করা হয়েছে। এব্যাপারে ধৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শেরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

(এএসবি/অ/ডিসেম্বর ১১, ২০১৪)