বরিশাল প্রতিনিধি : সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন করা চলবে না—এই স্লোগান নিয়ে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠন।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোডে) শুক্রবার বেলা ১১টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা শাখার সভাপতি রিয়াজুল হক সুমনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘সুন্দরবন ধ্বংস হলে আমরা ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ব। এটা সাধারণ মানুষ বুঝলেও সরকার বুঝতে চাইছে না। তেলবাহী ট্যাংকার ডুবির ফলে ছড়িয়ে পড়া তেলে ইতোমধ্যে প্রাণীসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে।’

তিনি অবিলম্বে ছড়িয়ে পড়া তেল অপসারণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। পাশাপাশি সুন্দবনের ভেতর দিয়ে তেল ও কয়লাসহ সব বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ও রামাপালসহ সুন্দরবন ধ্বংসকারী সব প্রকল্প বাতিল করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য মোসলেম সিকদার, বিজ্ঞান আন্দোলন মঞ্চের ফয়সাল আহমেদ রানা ও অপূর্ব প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৪)