আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে গত বুধবার এক নারী সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, সেইলসন জোসে দাস গ্রেসাস নামে ওই খুনী এ পর্যন্ত ৪২ জনকে হত্যার কথা স্বীকার করেছে। খবর বিবিসির।

রিও ডি জেনিরোর একটি উপশহরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের হাতে গ্রেফতারের পর গ্রেসাস জানিয়েছে, গত দশ বছরে ৪২ জনকে হত্যা করেছে সে। এর মধ্যে ৩৮ নারী, এক মেয়েশিশু ও তিন পুরুষ রয়েছে।

ওই সিরিয়াল কিলার আরও জানায়, তার টার্গেট মূলত সাদা নারীরা। তাদের শ্বাসরোধে হত্যা করত সে। কাউকে খুন করার আগে অন্তত একমাস ধরে তাকে অনুসরণ করত ওই খুনী।

ভাড়াটে খুনী হিসেবে সে তিন পুরুষকে হত্যা করেছে বলেও জানায়।

পুলিশ দাবি করেছে, ওই কিলার আরও জানিয়েছে সে জেল খেটে ছাড়া পেলে আবারও হত্যা করবে।

প্রসঙ্গত, গত অক্টোবরেও ব্রাজিলের গৌয়ানিয়া শহর থেকে ৩৯ জনকে হত্যাকারীকে গ্রেফতার করা হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৪)