ডেস্ক রিপোর্ট : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ‘আনলাইক’ অপশনের পক্ষে বহু ব্যাবহাকারী। ছবি-পোস্ট ভালো লাগলে যেমন লাইক অপশন রয়েছে, তেমনই ভালো না লাগলে ‘আনলাইক’ করারও অপশন চেয়ে বহু অনুরোধ জমা পড়েছে ফেসবুকের কাছে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলললেন খোদ ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ।

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর মেনলো পার্কে এক প্রশ্নোত্তর পর্বে মার্ক বললেন, আমার কাছে বেশ কয়েকজন ‘ডিজলাইক’ অপশন চেয়ে দাবি করেছেন। তারা দুনিয়াকে বলতে চান, কোন কোন পোস্ট তাদের ভালো লাগেনি। কিন্তু আমরা তা বানাতে চাইছি না। কারণ, মানুষের কাছে কোনটা ভালো, কোনটা খারাপ- তা নিয়ে ফেসবুকে আমরা কোনো ভোটাভুটির পর্যায়ে যেতে চাই না।
পাশাপাশি এক নয়া ভাবনাচিন্তার কথাও এদিন প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন জুকারবার্গ। ‘লাইক’ বোতামের পাশাপাশিও কোনও পোস্ট বিশেষভাবে ভালো লাগলে, তা নিয়ে মতামত জানাতে নয়া কিছু ভাবছে ফেসবুক। যেমন ধরা যাক, কোনও দুর্ঘটনার খবরে মতামত দেওয়ার জন্য ‘লাইক’ অপশনটি মোটেও মানানসই নয়।
মার্ক বলেন, ‘আমরা চাই মানুষ যাতে সহজে নিজের আবেগকে প্রকাশ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আপনি কমেন্ট-লাইক তো করতেই পারেন। কিন্তু আমরা চাইছি নতুন কিছু।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৪)