কুষ্টিয়া প্রতিনিধি : যুদ্ধাপরাধী হিসেবে জামায়াত স্বীকৃত দল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে চুরি, দুর্নীতি, লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে। তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা সে মামলায় কোনো হন্তক্ষেপ করছি না।

শুক্রবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের নিয়োগ কমিটির সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের একটি স্বীকৃত দল। যুদ্ধাপরাধী দল হিসেবে তাদের বিরুদ্ধে একটি মামলা চলছে। দল হিসেবে জামায়াত নিষিদ্ধের বিষয়টি সেই মামলার অগ্রগতির ওপর নির্ভর করছে।

ইনু বলেন, খালেদা জিয়া সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন। তবে তাদের মিছিল মিটিং আমরা সতর্কতার সঙ্গে খেয়াল করি। বোমা নিয়ে মিছিল মিটিং করলে তো আমরা প্রতিহত করবোই।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকরা।


(কেকে/এএস/ডিসেম্বর ১২, ২০১৪)