বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের বিভিন্ন স্থানে কৃষকের জমিতে কারেন্ট পোকা দমনে খড় পোড়ানো কাজ শুরু করেছে বাগেরহাট কৃষি বিভাগ। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার বাঘমারা গ্রামের কৃষি জমিতে ধান কাটার পর খড়গুলো পুড়িয়ে কারেন্ট পোকার ডিম ও বাচ্চা নিধন করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: জয়নুল আবেদীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব সানা, উপসহকারি কৃষি অফিসার শিশির রঞ্জন সরকার, স্থানীয় আইপিএম ক্লাবের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি নুরুজ্জামানসহ কৃষকবৃন্দ।

বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: জয়নুল আবেদীন জানান, জেলার বিভিন্ন স্থানে কৃষকের জমিতে কারেন্ট পোকার আক্রমন দেখা দেয়। যেসব স্থানে এই পোকার আক্রমন দেখা দিয়েছে সেসব জমির খড় পুড়িয়ে ওই পোকার ডিম ও বাচ্চা ধ্বংস করা হয়।

(একে/এএস/ডিসেম্বর ১২, ২০১৪)