স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) অবৈধ বোলিং অ্যাকশন পরীক্ষা কেন্দ্র হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছে। এই কেন্দ্রে অ্যাকশন পরীক্ষার জন্য সব ধরণের সুবিধার সাথে সাথে ১২টি সুপার স্পিড ক্যামেরাও থাকছে।

মূলত সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে আইসিসি। তাই পরীক্ষা কেন্দ্র বাড়ানোর তাগিদ অনুভব করছেন আইসিসির কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রিটোরিয়া চতুর্থ বোলিং অ্যাকশন পরীক্ষা কেন্দ্র। বাকি তিনটি হলো, অস্ট্রেলিয়াতে অবস্থিত ব্রিজবেন ক্রিকেট সেন্টার, লবরো বিশ্ববিদ্যালয় এবং ভারতের চেন্নাইতে অবস্থিত শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়।

(ওএস/পি/ডিসেম্বর ১২, ২০১৪)