ময়মনসিংহ প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, যৌতুকের জন্য মেয়েরা যেন নিগৃহীত বা অত্যাচারিত না হয় সেজন্য তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

শুক্রবার ময়মনসিংহের শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষিত হতেই হবে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম।

(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০১৪)