বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আবার ১টি মাছধরা ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এঘটনায় শুক্রবার সকালে মংলা থানায় মামলা দায়ের হয়েছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন জানান বৃহস্পতিবার রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়াএলাকায় অবৈধ অনুপ্রবেশ করে ভারতীয় শ্যামাচরন নামে একটি ট্রলার মাছ ধরা অবস্থায় নৌবাহিনীর জাহাজ বিএনএস যমুনা তাদের আটক করে। ভারতীয় ওই ট্রলারে ১২ জন জেলে ছিল। পরে তাদের মংলা নৌঘাটিতে আনা হয়। শুক্রবার সকালে আটককৃত ভারতীয় জেলেদের মংলা থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার বিকালে বঙ্গোপসাগরের বাংলাদেশের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধ্য অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৩টি ট্রলার সহ ২৬ জেলেকে আটক করে নৌবাহীনি। পরে তাদেরও মংলা থানায় সোর্পদ করা হয়েছিল।

(একে/পি/ডিসেম্বর ১২, ২০১৪)