নাটোর প্রতিনিধি : র‌্যাব-৫ এর একটি দল নাটোরের বড়াইগ্রামে পৃথক অভিযান চালিয়ে দু’টি ইটভাটা মালিক সহ অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্য তৈরীর দায়ে চার ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদারতের মাধ্যমে তাদের অর্থদন্ড সহ কারাদন্ড প্রদান করা হয়।

র‌্যাব সুত্রে জানাযায়, রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের র‌্যাব-৫ এর একটি অপারেশন দল ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মুরাদুল ইসলামের নেতৃত্বে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায়। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় । দুপুরে উপজেলার ভবানীপুর এলাকায় রবিউল ইসলাম বাবলুর (৪০) গুড় তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। এসময় ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল তৈরী করে বাজারজাত করার অপরাধে বাবলুকে আটক করা হয়। পরেভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৫২ ধারায় ওই কারখানার মালিক রবিউল ইসলাম বাবলুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেলে রাজাপুর বাজারে ভাইবোন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে একই অভিযোগে ফ্যক্টরীর মালিক আজাহার আলীকে(৪০) ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইনের৩৭/১-৪২/ ৫২ ধারা মোতাবেক এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশের আদেশ দেওয়া হয়। পরে উপজেলার ধানাইদহ এলাকায় ‘আরএসবি ব্রিকস’ নামে এবং লালপুর উপজেলার গোধরা বাজার এলাকায় ‘মেসার্স জননী ব্রিকস’ নামে দু’টি ইটভাটায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে ‘আরএসবি ব্রিকস’ নামে ইটভাটা মালিক মোজাফ্ফর হোসেন রাজু (৪৩) ও ‘মেসার্স জননী ব্রিকসের’ মালিক মোজাফ্ফর হোসেনকে (৪৫) আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মুরাদুল ইসলাম তাদের দু’জনকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ৭ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। জরিমানার টাকা তাৎক্ষনিক আদায় করে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।

(এমআর/পি/ডিসেম্বর ১২, ২০১৪)