নিউজ ডেস্ক : এই মৌসুমে ঘরে ঘরে আজকাল আচার তৈরির ধুম। বিশেষ করে আমের। ঝাল আর টক আচারটাই আমের ক্ষেত্রে বেশি তৈরি করা হয়, তবে মিষ্টি আচারও কিন্তু দারুণ হয় আম দিয়ে। আসুন, জানি রিমি রহমানের চটজলদি আচারের রেসিপিটি।

উপকরণ:

কাঁচা আম ১০ /১২ টি,
চিনি মিষ্টি অনুযায়ী
সিরকা ২ কাপ,
আদা কুচি ১ টেবিল চামচ,
শুকনা মরিচ মিহি কুচি ১ চা চমচ,
প্রণালী :

-আমের খোসা ফেলে লম্বা ফালি ফালি করে কেটে চুন বা ফিটকারির পানিতে ভিজিয়ে রাখবেন ১/২ ঘন্টা।
-তারপর ভালোকরে পানি ঝড়িয়ে নিবেন।
-একটি ডেকচিতে আম চিনি ও সিরকা দিয়ে বসিয়ে দেবেন।
-চিনির পানি গলে যাবার পর আদাকুচি দেবেন।
-আমের রং সোনালি হলে শুকনা মরিচ বিচি ফেলে চিকন করে কেটে দেবেন।
-চিনির পানি শুকিয়ে আম সোনালি গ্লেইজ আসলেই বুঝতে হবে আচার হয়ে গেছে।

(ওএস/এটি/মে ০৪, ২০১৪)