কিশোরগঞ্জ প্রতিনিধি : হোসেনপুরে কুঁড়িঘাট বধ্যভুমি দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে আছে। চারদিকে ময়লা আবজর্নার স্তুপ থেকে দূর্গদ্ধ ছড়াচ্ছে। মহান স্বাধীনতায় বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হোসেনপুর উপজেলা সদরে কুড়িঘাট বধ্যভূমিতে ২০০৮ সালে ২৬ মার্চ ভিত্তি প্রস্তুর নির্মিত হয়। তৎকালীন ইউএনও সুলেখা রানী বসু ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন।

জানা যায়, ১৯৭১ সালের ১৬ আগষ্ট দিবাগত রাতে পাক হানাদার বাহিনীর সদস্যরা এদেশীয় রাজাকারদের সহযোগিতায় ১৫০ জন নারী-পুরুষদের ধরে নিয়ে কুঁড়িঘাট স্থানে তাদেরকে পালাক্রমে হত্যা করে। বধ্যভুমির পার্শ্বে শহীদদের স্মৃতি রক্ষার্থে স্বাধীনতার ৪১ বছর পর এলাকার সুশীল সমাজ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও সংবাদ কর্মীদের দাবীর প্রেক্ষিতে ইউএনও মো আবুল কালাম আজাদ ২০১২ সালে আনুষ্ঠানিক ভাবে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু করেন। ইউএওর বদলী জনিত কারণে স্মৃতিসৌধ নির্মানের কাজ স্থগিত হয়ে যায়। প্রশাসনের উদ্যোগে বধ্যভূমি ও নির্মানাধীন স্মৃতিসৌধে পরপর দুই বছর বিজয় ও স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পন করা হয়। বর্তমানে বিজয়ের মাসে বধ্যভূমি ও স্মৃতিসৌধে কোন কর্মসূচী না থাকায় স্মৃতিসৌধটি অরক্ষিত অবস্থায় রয়েছে। অপর দিকে বধ্যভূমির ভিত্তি প্রস্তুরের চার দিকে ময়লা ও আবজর্নার স্তুপ জমে ওঠেছে। পঁচা আবজর্না ও মলত্যাগের কারণে চারদিকে দুর্গদ্ধ ছড়াচ্ছে। দেখার যেন কেউ নেই। এলাকার সচেতন মহল বিষয়টি দ্রুত সংস্কারের জন্য দাবী জানান।

(পিকেএস/অ/ডিসেম্বর ১৩, ২০১৪)