নড়াইল প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পপুলেশন ও পিএসটিসির উদ্যোগে শনিবার (১৩ ডিনেম্বর) দুপুরে নড়াইলের আমাদা আদর্শ কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য মসজিদের ইমাম, ঘটক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাদিয়ার মৃধার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আমাদা আদর্শ কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম খান, আসাদুজ্জামান ম-ল, মনিরুজ্জামান, গাজী শহিদুল ইসলাম, কলেজ প্রভাষক আশরাফুল ইসলাম, দুর্গা সরকার, তানিয়া খানম, বিভাষ কুমার রায়, লিপিকা রানী কুন্ডু, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোর্ত্তজা, এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল হাসান, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ঝর্ণা খাতুন, লক্ষèীপাশা ইউপির নারী সদস্য রেনুয়ারা বেগম, আমাদা বাজার জামে মসজিদের ইমাম আব্দুল হালিম শেখ, বেসরকাররি সংস্থা পপুলেশন কাউন্সিলের সিনিয়র রিসার্স অফিসার লিটন আচার্য্য, পিএসটিসির উপজেলা ম্যানেজার আমিনুল হক, সহকারী উপজেলা ম্যানেজার মনিরা ইয়াসমিনসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বাল্যবিয়ের কারণে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক অগ্রগতি বাঁধাগ্রস্থ হচ্ছে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে সকলে একসাথে কাজ করতে হবে। ১৮ বছরের আগে বিয়ে দেয়া যাবে না।

(টিএআর/পি/ডিসেম্বর ১৩, ২০১৪)