সিরাজগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়া দলের ক্ষতি করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে রাজনৈতিকভাবে ভুল করেছেন। দলের ক্ষতি করেছেন। এ ভুলের মাশুল বিএনপিকেই দিতে হবে।

শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারি দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষা দিবস পালনের লক্ষ্যে দিনভর আনন্দ উল্লাস করে মাঠে থাকবে। বিএনপি-জামায়াত চক্র যেন আর নৈরাজ্য সৃষ্টির কোন সুযোগ না পায় এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ তারা এখনো চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হলে তা প্রশাসন কঠোরভাবে দমন করবে উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হলে জনগণই তার সমুচিত জবাব দেবে।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান।

(ওএস/অ/ডিসেম্বর ১৩, ২০১৪)