কুষ্টিয়া প্রতিনিধি : বাগেরহাটের মংলা থেকে চোরাইকৃত ৪০ কার্টুন ভিওলা সয়াবিন তেলসহ কুষ্টিয়ার মিরপুর থেকে দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই মনির জানান, গত ২ ডিসেম্বর বিকেলে বাগেরহাট জেলার মংলা ভিওলা সয়াবিন তেল ফ্যাক্টরী থেকে এক ট্রাক সয়াবিন তেল চুরি করে চোরাকারবারীরা।

ট্রাকের ভুয়া কাগজ ও চালক-হেলপারের ভূয়া লাইসেন্স প্রদর্শন করে এক ট্রাক সোয়াবিন তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায় তারা। কিন্তু এই তেল চট্টগ্রামে না নিয়ে চোরাকারবারিরা গোপনে কুষ্টিয়ায় আসে। এ ব্যাপারে মংলা থানায় গত ৭ ডিসেম্বর একটি মামলা হলে কুষ্টিয়া পুলিশকে তা অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ শুক্রবার মজমপুর এলাকা থেকে রাজীব নামের একজনকে আটক করে। তার স্বীকারোক্তিতে গেল শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওয়াপাড়ার শাহাবুলের গোডাউন থেকে ৪০ কার্টুন সোয়াবিনসহ তাকে আটক করে। পুলিশের দাবি কুষ্টিয়ার একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি তেল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ডিবি পুলিশ আরো জানায়, এই তেল শুধু বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের জন্য উৎপাদন করা হয়।

(কেকে/পি/ডিসেম্বর ১৩, ২০১৪)