ঝালকাঠি প্রতিনিধি:বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠি জেলা জাতীয় ছাত্রসমাজের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি আইনজীবী সমিতি মিলনায়তনে শনিবার সকাল সাড়ে ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোঃ ইফতেখার আহসান হাসান।

সভাপতিত্ব করেন জেলা ছাত্রসমাজের বিদায়ী আহ্বায়ক আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু।

বক্তব্য রাখেন ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সুলতান জিসান উদ্দিন, মোসারফ হোসেন, শরীফ মুহিত মুনিম, সৈয়দ সালাউদ্দিন বাবু, নুর মোহাম্মদ, এ্যাডভোকেট আঃ আলিম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন নান্নু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, পৌর প্যানেল মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করীম জাকির, ছাত্রসমাজের নলছিটি উপজেলা সভাপতি মোঃ সোহেল, জেলা কৃষকপার্টির সদস্য সচিব হৃষিকেশ বৌদ্দ, জেলা ছাত্রসমাজের নেতা জুয়েল আহমেদ, আখি আক্তার প্রমুখ।

আশরাফুর রহমান শাকিলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক ও আখি আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বলেন গ্রহনযোগ্য কমিটি দেয়া হয়েছে। এদেরকে আগামী ১৫ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পদবঞ্চিত নেতার সমর্থকরা সম্মেলনে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি অবরোধ করে ও কোন লাভ হয়নি সিদ্ধান্ত ঘোষণা করা হয় । উল্লেখ্য, মরহুম জুলফিকার আলী এমপি থাকাকালীন ১৯৯৬ সালে সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রসমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

(এএম/এসসি/ডিসেম্বর১৩,২০১৪)