একটা চিঠি আসুক
আচমকা
অপ্রত্যাশিত ভাবে,
আবছা হতে হতে
একেবারে মুছে যাওয়া অপেক্ষায়

নতুন কাপড়ের খসখস শব্দ তুলে
একটা চিঠি আসুক।

প্রতিটা ভাঁজে থাক আকাঙ্ক্ষার গন্ধ,
হোক না রঙহীন স্কেচ
অথবা অগোছালো
আ লত করে ছুঁলেই কথা বলে উঠবে
প্রতিটি শব্দ।
না বলা কথারা সেজে উঠবে
আপনা আপনি।
নিশ্বাসের উত্তেজনায় কেঁপে উঠবে
লুকোচুরি অনুভূতি...

অপেক্ষার মুখবন্ধ খামে
এক মুঠো কাঁপন নিয়ে
একটা চিঠি আসুক।

(আর/এসসি/ডিসেম্বর১৩,২০১৪)