কক্সবাজার প্রতিনিধি : জেলা শহরের পান বাজারের ২ ফার্মেসি থেকে প্রায় ১৪ লক্ষ টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে পান বজারের খাঁন মার্কেটের দ্বিতীয় তলার ২ ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযানকালে কক্স মেডিকেল হোম থেকে ১০ প্রকারের সরকারি ওষুধ উদ্ধার ও মালিক অমল দাশকে (৩৫) ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দোকানটি সিলগালা করা হয়।

এছাড়া মের্সাস জয় মেডিকো ফার্মেসিতে অনুমোদনবিহীন ভারতীয় ওষুধ বিক্রির অভিযোগে শিভু প্রসাদ দত্তকে (৪০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কক্সবাজার জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান জানান, সরকারি ওষুধ সংরক্ষণ, অনুমোদনহীন ভারতীয় ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্সে না থাকায় তাদের এ সাজা দেওয়া হয়েছে।

(ওএস/এটিআর/ডিসেম্বর ১৪, ২০১৪)