বাগেরহাট প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাট শহরের ডাক বাংলো ঘাটে বধ্যভূমী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে রবিবার সকালে বধ্যভূমী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে গার্ড অব অনারের মধ্যদিয়ে বাগেরহাটের জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক মু: শুকুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ বিভিন্ন শ্রেনী- পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকাররা শত শত মুক্তিকামী মানুষকে বিভিন্ন এলাকা থেকে ধরে এনে বাগেরহাট ডাক বাংলো ঘাটে জবাই করে হত্যা করা হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

(একে/এটিআর/ডিসেম্বর ১৪, ২০১৪)