বিনোদন প্রতিবেদক : চলতি বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু ও মুশফিকুর রহমান গুলজার অপর প্যানেলর নেতৃত্ব দিচ্ছেন কাজী হায়াৎ ও এফ আই মানিক। পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের জন্য এ দু’টি প্যানেল থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দেলোয়ার জাহান ঝন্টু ও মুশফিকুর রহমান গুলজার পরিষদের প্রার্থীরা হলেন : সভাপতি- দেলোয়ার জাহান ঝন্টু, সহসভাপতি- সোহানুর রহমান সোহান, মহাসচিব- মুশফিকুর রহমান গুলজার, যুগ্ম মহাসচিব- শাহিন খান, সাংগঠনিক সম্পাদক- জয়নাল আবেদিন, অর্থ সম্পাদক- সেলিম আজম, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সম্পাদক- জি সরকার, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক- আহমেদ আলী মণ্ডল। কার্যনির্বাহী সদস্য- নাজমুল হুদা মিন্টু, সিবি জামান, আবুল খায়ের বুলবুল, শিল্পী চক্রবর্তী, অনুতোষ বড়ুয়া চঞ্চল, বদিউল আলম খোকন, জীবন রহমান ও পল্লী মালেক।

কাজী হায়াৎ ও এফ আই মানিক পরিষদের প্রার্থীরা হলেন : সভাপতি- কাজী হায়াৎ, সহসভাপতি- মনতাজুর রহমান আকবর, মহাসচিব এফআই মানিক, যুগ্ম মহাসচিব- এ এ হক অলিক, সাংগঠনিক সম্পাদক-বজলুর রাশেদ চৌধুরী, অর্থ সম্পাদক-আহমেদ ইলিয়াস ভূঁইয়া, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সম্পাদক- মোস্তাফিজুর রহমান বাবু, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক- সালাউদ্দিন। নির্বাহী সদস্য- সাঈদুর রহমান সাঈদ, আবদুস সামাদ খোকন, জামশেদুর রহমান, বাপ্পারাজ, রায়হান মুজিব, সিরাজ হায়দার, হাফিজ উদ্দিন, ওয়াজেদ আলী বাবলু, হানিফ আকন্দ দুলাল।

এছাড়া যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্যের দুটি পদে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সায়মন তারিক। শেষ পর্যন্ত যে কোন একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

এ নির্বাচনকে সামনে রেখে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন পরিচালিত হবে। কমিশনের চেয়ারম্যান করা হয় আবদুল লতিফ বাচ্চুকে। কমিশনের সদস্য দু’জন হচ্ছেন নূর মোহাম্মদ মনি ও আ স ম শফিকুর রহমান।

নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য সৈয়দ হাসান ইমামকে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট একটি আপিল বোর্ড গঠন করা হয়েছে। আপিল বোর্ডের সদস্যরা হচ্ছেন- আজিজুর রহমান ও আবু মুসা দেবু। পরিচালক সমিতির ৩৩৫ জন ভোটার ২৬শে ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দু’বছরের জন্য তাদের সমিতির নেতৃত্ব নির্বাচন করবেন। তবে এবারের নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার জাহান ঝন্টু এবং কাজী হায়াৎ প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন বেশ জমে উঠেছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৪, ২০১৪)