স্টাফ রিপোর্টার : ডা. শামারুখ মেহজাবিন  হত্যা মামলায় যশোরের প্রাক্তন সংসদ সদস্য খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আক্তারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার সকালে তারা ঢাকার মহানগর দায়রা জজ (অবকাশকালীন বিচারক) রুহুল আমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তাদের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেন।

যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রাক্তন সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীন। তিনি হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তার ছিলেন। গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডে শ্বশুর বাড়ি থেকে শামারুখের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শ্বশুর বাড়ির লোকজন দাবি করেন, ডা. শামারুখ আত্মহত্যা করেছেন। তবে শামারুখের পরিবার অভিযোগ করে যে, শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৪, ২০১৪)