ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মহান বিজয় দিবসে আলহাজ্ব মিল সড়কদ্বীপে নির্মিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সাথে সাথে রাজাকারদের জন্য নির্মিত ঘৃণা স্তম্ভে ঈশ্বরদীবাসী ঘৃণা জানাবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে  অবিস্মরণীয় করে রাখার জন্য ঈশ্বরদীর প্রবেশপথ আলহাজ্ব মিল সড়কদ্বীপে নির্মাণ করা হয় বিজয় স্তম্ভ।

স্থানীয় মুক্তিযোদ্ধারা এসময় পাশেই নির্মাণ করেন রাজাকারদের ঘৃণা স্তম্ভ। ঘৃণা স্তম্ভে তুই রাজাকার, তুই আলবদর, তুই শান্তি কমিটি এবং তুই যুদ্ধাপরাধী লেখা হয়েছে। এসময় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় এই ঘৃণা স্তম্ভে থু থু ছিটিয়ে, লাথি দিয়ে এবং জুতা ছুড়ে রাজাকারদের ঘৃণা জানানোর আহব্বান জানান। এই আহব্বানে সাড়া দিয়ে ঈশ্বরদীবাসী প্রতিবারের মতো এবারেও বিজয় দিবসে রাজাকারদের ঘৃণা স্তম্ভে থুথু ছিটিয়ে, লাথি দিয়ে এবং জুতা ছুঁড়ে রাজাকারদের ঘৃণা জানাবে।

(একে/এএস/ডিসেম্বর ১৪, ২০১৪)