চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের চাটমোহর উপজেলার গফুরাবাদ রেলস্টেশনের পাশের ধানবিলা রেলক্রসিংয়ে শনিবার রাত একটার দিকে আন্তঃনগর ধূমকেতু ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে মাইক্রোবাসের দু’যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে।

আহতরা হলেন উপজেলার চক উথুলী গ্রামের আব্দুস সালাম সরকারের ছেলে সুজন সরকার (৩৬) ও বোঁথর গ্রামের নাসির উদ্দিন (৪০)। এদের পাবনা ও চাটমোহর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর উপজেলার গফুরাবাদ ধানবিলা (রেল ক্রসিং) ঢালানে এলে রেল লাইনের উপর আটকে যাওয়া মাইক্রোবাসটিতে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাস ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মাইক্রোবাসের মালিক চাটমোহরের মূলগ্রাম ইউপি সদস্য ঈমান আলীর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ১৪, ২০১৪)