গাজীপুর প্রতিনিধি : ১২ বছর আগের মেয়াদ উত্তীর্ণ ‘জেলা’ এবং গঠিত ‘মহানগর’ কমিটির দাবিতে রবিবার মানববন্ধন করেছে গাজীপুর জেলা ছাত্রদল নেতা-কর্মীরা। শহরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদল নেতারা বলেন, প্রায় ১৪ বছর আগে গাজীপুর জেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। এক যুগ আগে কমিটি মেয়াদ উর্ত্তীণ হয়েছে।

সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির অধিকাংশ নেতাকর্মী বর্তমানে মুল দলের সাথে জড়িত। আবার কেউ জনপ্রতিনিধি, কেউ ব্যবসায়ী। কমিটি না থাকায় রাজধানীর কাছের গাজীপুরে আন্দোলন সংগ্রামে ছাত্রদল মাঠে থাকেনা। তাছাড়া দীর্ঘ সময় ধরে জেলায় এবং সিটি কর্পোরেশন গঠিত হওয়ার ২ বছর পরও ছাত্রদলের নতুন কমিটি না হওয়ায় হাজার হাজার নেতাকর্মা ক্ষোভে ফুসে উঠছেন।

বক্তব্যে নেতারা আরো জানান, দ্রুত জেলা ও মহানগর কমিটি গঠন না করা হলে আগামি ১৭ ডিসেম্বর রাত ৭টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থান এবং ১৯ ডিসেম্বর সকাল ৯টা হতে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রগণ অনশন কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, টঙ্গী সরকারী কলেজের সাবেক জিএস ছাত্রদল নেতা জিয়াউল হাসান স্বপন, নূরে আলম, হারুন অর রশীদ, জাহাঙ্গীর আলম, শরিফ হোসেন, নূরুল ইসলাম, প্রমুখ।

(এসএএস/এএস/ডিসেম্বর ১৪, ২০১৪)