বরিশাল প্রতিনিধি : গত নভেম্বর মাসে বরিশালে সাতটি খুনসহ বিভিন্ন অপরাধে ২শ ৭০টি মামলা দায়ের হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে মোট মামলা দায়ের হয়েছিলো ৩শ ১১টি। যার মধ্যে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছিলো ১১টি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্রমতে, নভেম্বর মাসে দায়েরকৃত মামলার মধ্যে বরিশাল মেট্রোপলিটন চারটি থানায় ১শ ২৩টি মামলা দায়ের করা হয়েছে। যারমধ্যে খুন ৩টি, ডাকাতি ১টি, দস্যুতা ১টি, সিঁধেল চুরি ৩টি, চুরি ৬টি, নারী নির্যাতন ১০টি, অপহরন ১টি, অস্ত্র আইনে ২টি, মাদকদ্রব্য ৫৭টি ও বিভিন্ন অপরাধে ৩৮টি মামলা দায়ের করা হয়। অনুরুপ দায়েরকৃত মামলার মধ্যে জেলার ১১টি থানায় গত নভেম্বর মাসে মোট ১৪৭টি মামলা দায়ের করা হয়। যারমধ্যে খুন ৪টি, ডাকাতি ২টি, সিধেল চুরি ১টি, চুরি ২টি, নারী নির্যাতন ১২টি, অপহরন ১টি, চোরাচালান ২টি, মাদকদ্রব্য ১৬টি, পুলিশ আক্রান্ত ২টি, শিশু নির্যাতন ১২টি ও বিভিন্ন অপরাধে ৯৩টি মামলা দায়ের করা হয়। জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, আইনশৃংখলা রক্ষায় কর্মরত সদস্যদের আরো কঠোর হতে হবে। পাশাপাশি জেলার সকল থানাগুলোতে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান অব্যাহত রাখাসহ নগরীতে চলাচলরত কালো গ্লাসবাহী গাড়িগুলো বন্ধের জন্যও তিনি তাগিদ দেন।

(টিবি/পি/ডিসেম্বর ১৪, ২০১৪)