স্টাফ রিপোর্টার : বিএনপির ডাকা গণঅনশনে মঞ্চে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল ৪টা ২০ মিনিটে তিনি প্রেসক্লাবে উপস্থিত হন।

এর আগে তিনি রোববার বিকেলে ৩টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রেসক্লাবের উদ্দেশে রওনা হন। গণঅনশনে যোগ দিয়ে তিনি সংহতি প্রকাশ করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক ব্রিফিং এ কর্মসূচির কথা জানান। দলটির মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে সকাল নয়টা অনশন শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

রিজভী অভিযোগ করেন, সারাদেশে গুম, খুন অপহরণের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। আর এ গুম খুনের নেতৃত্ব দিচ্ছেন সরকারের কতিপয় আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সদস্যরা। তিনি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

গত ২৬ এপ্রিল দলটির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন। অব্যাহত খুন, গুম অপহরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা‘ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।