বগুড়া প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে  এক আলোচনা সভা ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এর আগে দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটি বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ষ্পমাল্য অর্পণ করা হয়।

বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন, যাহেদুর রহমান যাদু, এএইচ এম আখতারুজ্জামান, সমুদ্র হক, আব্দুর রহিম বগরা, আরিফ রেহমান, শফিউল আজম কমল, জে এম রউফ, আমজাদ হোসেন মিন্টু, আব্দুস সালাম বাবু, জি এম সজল প্রমুখ। বক্তারা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মহান মুক্তি যুদ্ধের চেতনায় সকলকে সোচ্চার ও ঐকবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের মতো শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার দাবি জানান।

(এএসবি/পি/ডিসেম্বর ১৪, ২০১৪)