ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিষধর গোখরা সাপের ১০৬টি ছানা ধরা হয়েছে। আজ রোববার সকালে পৌরসভার বাসস্ট্যান্ডের কাছে হকমার্কেটে সাব্বির এন্টারপ্রাইজ নামে একটি হার্ডওয়ারের দোকানের ভেতর একটি গর্ত থেকে সাপের ছানাগুলো ধরা হয়।

দোকান মালিক সাব্বির হোসেন জানান, বেশ কিছুদিন ধরে গর্ত থেকে একটি করে সাপের বাচ্চা বের হতে থাকলে তা মেরে ফেলা হয়। আজ রোববার উপজেলার ভরাডোবা থেকে সাপুরে আতাউর রহমানকে আনলে তিনি গর্ত থেকে ১০৬টি বিষধর গোখরা সাপের ছানা বের করেন। ফলে পুরো মার্কেটে সাপ আতঙ্ক সৃষ্টি হয়।
সাপুরে আতাউর রহমান জানান, উদ্ধাকৃত সাপের বাচ্চাদের মাকে যতক্ষণ পর্যন্ত ধরা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সাপের আতঙ্ক দূর হচ্ছে না।

(এটি/এলএস/মে ০৪, ২০১৪)